Thursday, August 6, 2009

শিশুর স্বাভাবিক শ্বাসহার

প্রণব কুমার চৌধুরী
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

এক: প্রতি মিনিটে শিশুর শ্বাসের হার গুণে দেখে তার শ্বাসকষ্ট সম্পর্কিত ভালো তথ্য মেলে। শিশুবয়সের অনেক নিউমোনিয়া, যা ডাক্তারি স্টেথোতে ধরা পড়ে না, এমনকি এক্সরে তো আসে না, এর বড় অংশ শুধু শিশুর প্রতি মিনিটে শ্বাসহার গুনে আগেভাগে নির্ণয় করা যায়।

দুই: কিন্তু শিশুর শ্বাসহার গুনতে হবে শিশুকে শান্ত অবস্থায় পর্যবেক্ষণ করে। কান্নারত কিংবা ধস্তাধস্তি করে বা খাওয়ানোর পর্বে শ্বাসহার গণনা ভুল হতে পারে। বুকের দুধ পানরত শান্ত অবস্থায় শিশুর শ্বাসের হার পুরো এক মিনিট সময়কাল ধরে গণনা করা উচিত।

তিন: বিভিন্ন বয়সের শিশুর প্রতি মিনিটে স্বাভাবিক শ্বাস হাতের ঊধ্র্বসীমা নিম্নরূপ−
দুই বছর−প্রতি মিনিটে ৪০ বার, দুই থেকে ছয় বছর−প্রতি মিনিটে ৩০ বার, ছয় থেকে ১০ বছর−প্রতি মিনিটে ২৫ বার, ১০ বছরের ঊধ্র্বে−প্রতি মিনিটে ২০ বার।

শিশুর স্বাভাবিক মাথার বেড়
এক: জন্নকালীন ৩৫ সেন্টিমিটার (১৪ ইঞ্চি), ছয় মাস ৪৩.৫ সেন্টিমিটার (১৭ ইঞ্চি), দুই বছর বয়সে ৪৯ সেন্টিমিটার (১৯ ইঞ্চি)।

দুই: দুই থেকে সাত বছর বয়সে শিশুর মাথার বেড় বার্ষিক প্রায় আধা সেন্টিমিটার করে বাড়ে।
আট থেকে ১২ বছর সময়কালে শিশুর মাথার বেড় গড়ে পৌনে এক সেন্টিমিটার করে বাড়ে।

তিন: পদ্ধতি মেনে শিশুর মাথার বেড়ের পরিমাণ নেওয়া উচিত। বয়স অনুযায়ী মাথার বেড় সঠিক আছে কি না সে জন্য নির্দিষ্ট চার্ট আছে।

0 comments: